ঢাকা, বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এজেন্সির সেবা তালিকা

"ডিজিটাল মার্কেটিং সেবা বলতে কি বুঝায়, কখন, কোথায়, কিভাবে কাজ করে?"

ডিজিটাল মার্কেটিংকে স্বল্প কথায় সঙ্গায়িত করতে চাইলে, আমরা এভাবে বলবো; "কোন পন্য, সেবা কিংবা যে কোন ধরনের ব্যাবসাকে ইন্টারনেটের মাধ্যমে বিভীন্ন ডিজিটাল ডিভাইস যেমন মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ ইত্যাদির ব্যাবহারে এভেইলেবল নানামিডিয়া যেমন ওয়েবসাইট, ফেইসবুক, ইউটিউব, লিংকেডইনসহ অন্যান্য জনপ্রিয় সোসাল মিডিয়া ম্যানেজম্যান্টসহ, সার্চ ইন্জিন অপটিমাইজেশন, ডিরেক্টরি লিস্টিং, ভিডিও কন্টেন্ট, ব্যাকলিংক ক্রিয়েশন ও এডভার্জাটাইজম্যান্টের মাধ্যমে নানামুখি প্রচার, প্রসার ও বিপনন সেবাকেই বুঝায়।

বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং সেবাসমুহ

ওয়েবসাইট, এসইও, ক্রিয়েটিভ সেবা, সোসাল মিডিয়া মার্কেটিং এসবই কি ডিজিটাল মার্কেটিং সেবার অন্তর্ভুক্ত?

হ্যাঁ, ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপম্যান্ট, এসইও, ক্রিয়েটিভ সেবা, সোসাল মিডিয়া মার্কেটিং এসবই ডিজিটাল মার্কেটিং সেবার নানা ধরন। ডিজিটাল মার্কেটিংয়ের জনপ্রিয় সেবাগুলোর মধ্যে অন্যতম কয়েকটি হলো নিম্নরুপ:

ডিজিটাল মার্কেটিং বলতে অনেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংকেই বুঝিয়ে থাকে, আসলে কি তাই?

ডিজিটাল মার্কেটিং নিয়ে বাংলাদেশে এই হোক্সটা চালু আছে । অনেকেই মনে করে ডিজিটাল মার্কেটিং মানেই হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আবার কেউ কেউ আছেন ফেইসবুক মার্কেটিংকেই ডিজিটাল মার্কেটিং এর একমাত্র মাধ্যম মনে করে। আসলে এগুলো ডিজিটাল মিডিয়া মার্কেটিং নিয়ে একধরনের সীমিত জ্ঞানের প্রকাশ।

সত্যিকারার্থে; ডিজিটাল মিডিয়াম কে ব্যবহার করে আপনার যে কোনো পণ্য অথবা সার্ভিস সম্পর্কে মিলিয়ন টার্গেট গ্রূপ / পিপল কে কানেক্ট করার, তাদের কাছে আপনার পণ্য কিংবা সেবা সম্পর্কিত অফার পৌঁছে দেয়ার যে টোটাল এনগেজমেন্ট তা অনেকেই জানেনা।

অনলাইনে সফল ব্যাবসায়ের জন্যে ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি কেমন হওয়া উচিত

কোন সন্দেহ নাই, পৃথীবির যে কোন প্রান্তেই অনলাইন কিংবা অফলাইন ব্যাবসায়ে সফল হতে হলে আপনাকে যথেস্ট পরিকল্পিত একটা মার্কেটিং স্ট্রাটেজি তৈরি করে আগাতে হবে। মার্কেটিং স্ট্রাটেজিতে যে বিষয়গুলো আপনি ফোকাস রাখতে পারেন তা হলো নিম্নরুপ:

  • ট্রাডিশনাল মার্কেটিংয়ের সাথে পরিপূর্ন সামঞ্জস্য ⤏
  • সম্ভাব্য অডিয়েন্স নিয়ে ডিটেইল ধারনা ⤏
  • ওয়েবসাইট হতে হবে আপনার সেরা মার্কেটিং ম্যানেজার ⤏
  • নান্দনিক ডিজাইন যেনো কাস্টমারকে অবশ্যই আকৃস্ট করে ⤏
  • অনসাইট ও অফসাইট; সবধরনের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনেই জোড় দিতে হবে ⤏
  • একটা ভালো ডিজিটাল মার্কেটিং এজেন্সি কিংবা এক্সপার্টের সহযোগিতা নেয়া বুদ্ধিমানের কাজ হবে ⤏
  • ইমেইল মার্কেটিং অনলাইনে সেল সম্ভাবনার অনন্য দুয়ার ⤏
  • কাস্টমারকে ব্যাবসা সম্পর্কে নিয়মিত আপডেট রাখতে ব্লগ পোস্ট খুবই কার্যকর উপায় ⤏
  • কোনভাবেই সোসাল মিডিয়া এঙ্গেজম্যান্ট মিস না করা, আধুনিক কাস্টমারদের বেশীরভাগই সোসাল মিডিয়াতে প্রচুর সময় ব্যায় করে ⤏
  • কাস্টমারদের সম্পৃক্ত করার জন্য বিভীন্নধরনের প্রতিযোগিতা, পুরস্কারের আয়োজন হতে পারে আকর্ষনীয় পন্থা ⤏
  • প্রিয় গ্রাহকদেরকে মতামত, ফিডব্যাক ও রিভিউয়ের জন্য উৎসাহিত করা ও সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করা ⤏
  • ইমেইল, চেটবট কিংবা ফোনকলের মাধ্যমে তাৎক্ষনিক উত্তর প্রদান ⤏
  • সমক্যাটাগরির বিভীন্ন ওয়েব ডিরেক্টরিতে কমেন্ট, সহযোগিতা, প্রশ্নোত্তর পর্বে সম্পৃক্ত থাকা ⤏
  • দারুন উপযোগি একটা অনলাইন কাস্টমার কেয়ার সার্ভিস গড়ে তোলা ⤏

বাংলাদেশে কারা সফল ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবে সেবা দিয়ে আসছে?

বাংলাদেশে আমেরিকান বেস্ট আইটি, মেগনিটো ডিজিটাল, হাইপঢাকা, হুতুম, গিকি সোসাল, ওয়েবেবল ইত্যাদি সহ আরো অনেক ছোট, মাঝারি সাইজের ডিজিটাল মার্কেটিং এজেন্সি রয়েছে। এজেন্সিগুলো সাধারনত কোন কোম্পানির জন্য চমৎকার ওয়েবসাইট তৈরি, কন্টেন্ট ক্রিয়েশন, সোসাল মিডিয়া ম্যানেজম্যান্ট, পেইড এডভার্টাইজম্যান্ট, নিয়মিত ব্লগ, অনলাইনে বিভীন্ন মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা, লিড জেনারেট, সেলসসহ নানাভাবে হেল্প করে থাকে।

যে কোন ধরনের ডিজিটাল মার্কেটিং সেবা পেতে আজই যোগাযোগ করুন।

এই নাম্বারে কল করুন 01844-060101 কিংবা বিস্তারিত জানতে ইমেইল করুন

Grow your business with ABIT!

Get Your Free Proposal

Enter your details and we'll call you back when it suits you.

Fields with (*) are required.

Contact Form Cover
Dhaka Office:

Madhyamoni, 1st Floor, House 343, Road 25, Mohakhali DOHS, Dhaka 1206, Bangladesh.

BASIS Member No

GE-21-02-002 Details